নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দাঁড়াল আমরা বাঙালি দল৷ বৃহস্পতিবার শিবনগরে আমরা বাঙালি দলের প্রধান কার্যালয়ে ৫০ টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷
আগরতলার কলেজ রোডে আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০টি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় আমরা বাঙালি দল৷ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সচিব বলেন ,গোটা বিশ্বে করোনা মহামারী চলছে৷ আমাদের দেশ এবং আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাও করোনা মহামারীর কবল থেকে রক্ষা পায়নি৷
করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে লকডাউন ও কারফিউতে মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে পড়েছে৷ অনেকের পরিবারে অনাহার-অর্ধাহার চলেছে৷ এসব অসহায় মানুষের পাশে দাঁডনো আমাদের প্রত্যেকের দায়িত্ব৷ সেই দায়িত্ব বোধের অঙ্গ হিসেবে আমরা বাঙালি দলের পক্ষ থেকে বৃহস্পতিবার ৫০ টি দুস্ত পরিবারের হাতে চাল ডাল আলু পেঁয়াজ সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ আগামী দিনেও আমরা বাঙালি দলের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল৷