করিমগঞ্জ (অসম), ১১ জুন (হি.স.) : পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। বিজেপি শাসনামলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি চরম শিখরে পৌঁছেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সমগ্র দেশব্যাপী বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার নির্দেশে করিমগঞ্জ কংগ্রেসও প্রতীকী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেছে।
করিমগঞ্জ শহরের শিলচর রোডে সেন-কো পেট্রোল পাম্পের সামনে দু-ঘণ্টার প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেসের নেতারা। শুক্রবার সকাল দশটায় প্রতীকী বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। দুপুর দুটোয় বিক্ষোভ প্রদর্শনে যতি টানেন কংগ্রেস নেতাগণ। পেট্রোপণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে কংগ্রেস নেতাগণ বিভিন্ন স্লোগানে এলাকা সরগরম করে তুলেন। কংগ্রেস নেতারা বলেন, কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের শাসনামলে পেট্রোল ডিজেলের ট্যাক্স ছিল ৯ টাকা ২০ পয়সা। কিন্তু বিজেপি শাসনামলে এই ট্যাক্স গিয়ে দাঁড়িয়েছে ৩২ টাকায়। বিজেপি সরকার কর্তৃক পেট্রোপণ্যের ওপর ধার্য অতিরিক্ত ট্যাক্স দেশের জনগণকে নাজেহাল করে তুলেছে। একটু একটু করে বাড়তে বাড়তে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি চরম শিখরে গিয়ে পৌঁছেছে। স্বাধীন ভারতবর্ষে একমাত্র বিজেপি শাসনামলেই পেট্রোল ডিজেলের দাম রেকর্ড সংখ্যক বার বেড়েছে বলেও কংগ্রেস নেতারা অভিযোগ করেন।
পেট্রোপণ্যের ওপর থেকে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করারও দাবি জানান কংগ্রেস নেতারা। সেই সঙ্গে সকল প্রকার জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনারও জোরদার দাবি উত্থাপন করেন তাঁরা। বলেন, প্রায় প্রতিদিনই নিয়ম করে পেট্রোপণ্যের দাম বাড়ছে। কোনও দিন আবার দাম অপরিবর্তিত থাকছে। কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিন রাত পোহালেই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।
এদিনের প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শনে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সহ-সভাপতি উত্তম মজুমদার। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক সুব্রত দেব, মুখপাত্র শুভঙ্কর দাস, সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সংঘমিত্রা দাস, আইনজীবী অসীম দেব, সৈয়দ জাহান, সন্দীপ নন্দী, রাজেন চৌধুরী, প্রদীপ কুরি, ভিকি কুরি সহ দলের বিভিন্ন স্তরের কর্মী।