তেলিয়ামুড়া, ১১ জুন : আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৭ মাইলে একটি তেল পরিবাহি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের উপর উল্টে যায়। ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
শনিবার সাত-সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে । ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল ৭ টা নাগাদ আমবাসা থেকে আগরতলার দিকে যাওয়ার সময় মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় টিআর০১এজি১৮৩৪ নম্বরের একটি গ্যাস পরিবাহী ট্যাংকার গাড়ি জাতীয় সড়কের মধ্যেই উল্টে যায় । খবর যায় মুঙ্গিয়াকামী থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ । এই সড়ক দুর্ঘটনার জেরে দুর্ঘটনা স্থলের দু’পাশে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ছোট বড়ো গাড়ি । যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে জানা যায়, গাড়ির চালক নেশায় আসক্ত থাকার দরুন এই সড়ক দুর্ঘটনা ঘটেছে । মুঙ্গিয়াকামি থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি জাতীয় সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপিত করা হয়। যানবাহন আটকা পড়ায় যানবাহনের চালকসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।