১৫ হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, আমেরিকায় করোনায় মৃত্যু ৪২৪ জনের

ওয়াশিংটন, ১১ জুন (হি.স.): আমেরিকায় আরও ৪২৪ জনের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস, পাশাপাশি আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকায় বৃহস্পতিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪,৮৮০ জন। ফলে আমেরিকায় ৩৪,২৭৫,৭৮৩-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।
আমেরিকায় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪২৪ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ০০৭ জনের। আমেরিকায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ২৮,২৭৮,৩৯৪ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৩ লক্ষ ৮৩ হাজার ৩৮২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *