কলকাতা, ১১ জুন (হি. স.): সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায় । গত কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায়। অবশেষে শুক্রবার বিজেপি ত্যাগ করে তৃণমূল ভবনে গিয়ে ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায় ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে তৃণমূলের স্বাগত জানান মুকুল রায়কে । তৃণমূলে যোগ দিয়েই, ‘বিজেপি করতে পারলাম না, সেই কারণে পুরনো ঘরে ফিরে এলাম’ এমনটাই মন্তব্য করেন মুকুল রায় ।
একুশের বিধানসভা ভোট শেষ হতেই বিজেপিতে ভাঙন। ২০১৭ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন দল ত্যাগ করেছিলেন মুকুল রায় । যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্ত গত কয়েকদিন ধরেই বেসুরো লক্ষ্য করা যাচ্ছিল মুকুল রায়কে । এরই মাঝে এদিন পুরানো দলে ফিরলেন ‘চাণক্য’। এদিন মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মুকুল পুত্র শুভ্রাংশু রায়েরও। এদিন তৃণমূল ভবনে মুকুল রায়ের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় । মুকুল রায় ও তার ছেলেকে উত্তরীয় পরিয়ে তৃণমূলের স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বলেন, ‘বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে । নতুন আঙিনায় এসেছি । পুরনো সহকর্মীদের সঙ্গে কথা হচ্ছে । আর এটা ভেবে ভাল লাগছে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে । সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা । আজকের এই সভায় আমার নিজের খুব ভালো লাগছে। বাংলায় যা স্থিতি কেউ বিজেপিতে থাকবে না । বিজেপি করতে পারলাম না। সেই কারণে পুরনো ঘরে ফিরে এলাম ‘।
2021-06-11