নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সমগ্র দেশবাসী। একটু একটু করে বাড়তে বাড়তে মূল্যবৃদ্ধির শিখরে পৌঁছেছে দুই জ্বালানি তেলের দাম। স্বাভাবিকভাবেই পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। এমতাবস্থায় শুক্রবার দেশব্যাপী বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। দিল্লি থেকে অমৃতসর, হুবলি থেকে জলন্ধর-দেশের বিভিন্ন প্রান্তে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস।
দিল্লিতে এদিন বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, “যখন ইউপিএ ক্ষমতায় ছিল, তখন পেট্রোল ও ডিজেল ট্যাক্স ছিল ৯.২০ টাকা। তা এখন ৩২ টাকা। পেট্রোল-ডিজেলের উপর থেকে সম্পূর্ণ শুল্ক আরোপ প্রত্যাহার করা হোক, এই দাবি জানাচ্ছি আমরা। জিএসটি-র আওতায় আনতে হবে জ্বালানি তেল।” দিল্লির পাশাপাশি এদিন পঞ্জাবের অমৃতসর, জলন্ধর, কর্ণাটকের হুবলি সর্বত্র জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা।
2021-06-11