নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাজ্যে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে৷ নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫৮ জন৷ বৃহস্পতিবার সরকারি বুলেটিনে প্রকাশ হয় গত ২৪ ঘন্টায় ১৪,৮৭৩ জনের নমুনা পরিক্ষা করে ৬৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়৷ মৃত্যু হয় গত ২৪ ঘন্টায় ৫ জনের৷ সুস্থ হয় ৮৫০ জন৷ সুস্থতার হার বেড়ে দাঁড়ায় ৮৯.৯০ শতাংশ৷ সক্রিয় রোগীর সংখ্যা ৫,২০৩ জন৷
তবে সংক্রমনের পরিসংখ্যান পশ্চিম জেলায় অধিক৷ পশ্চিম জেলায় সংক্রমিত হয় নতুন করে ২৭৪ জন, গোমতী জেলায় ৪৯ জন, খোয়াই জেলায় ৬৫ জন, ধলাই জেলায় ৩৫ জন, সিপাহীজলা জেলায় ৪৮ জন, উত্তর জেলায় ৩৬ জন, ঊনকোটি জেলা ৭৬ জন এবং দক্ষিণ জেলায় ৭৫ জন৷