নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাজ্যের সুকলগুলিতে পঞ্চম, অষ্টম, নবম এবং একাদশ শ্রেণিতে ১,৮৭,৭৪৪ জন ছাত্রছাত্রী রয়েছে৷ করোনা পরিস্থিতিতে তাদের আপাতত পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হচ্ছে৷ তবে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের মূল্যায়ন করা হবে৷
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা-র প্রকোপে ২০২০-২১ শিক্ষাবর্ষে পঠন-পাঠনে দারুন ব্যাঘাত ঘটেছে৷ ফলে, পাশ-ফেল প্রথা ত্রিপুরায় চালু হওয়ার কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আপাতত উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে বিদ্যালয় খোলার পর ওই সব ছাত্রছাত্রীর অবশ্যই মূল্যায়ন করা হবে৷ তেমনি নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরও পরবর্তী শ্রেণিতে আপাতত উত্তীর্ণ করা হবে৷
তাঁর কথায়, বার্ষিক পরীক্ষায় সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এক্ষেত্রে যে বিষয়ে সবর্োচ্চ নম্বর পাবে বাকি বিষয়গুলিতেও ওই নম্বরই বিবেচনা করা হবে৷ কারণ, পোস্ট-মেট্রিক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মার্কশিট তৈরি করা আবশ্যক৷ সাথে তিনি যোগ করেন, কোনও ছাত্রছাত্রী ৩৩ শতাংশ নম্বর এক বা একাধিক বিষয়ে অর্জন করতে ব্যর্থ হয় তা-হলে পাশ মার্ক প্রয়োজনে দেওয়া হবে৷
এদিন তিনি জানান, পঞ্চম শ্রেণিতে ৫১,৮২৭ জন, অষ্টম শ্রেণিতে ৫২,৬৫৯ জন, নবম শ্রেণিতে ৫৩,১৭৬ জন এবং একাদশ শ্রেণিতে ৩০,০৮২ জন ছাত্রছাত্রী রয়েছে৷ এদিকে, আজ তিনি ১৭টি বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন৷ করোনা পরিস্থিতিতে বাসভাড়া ৬০ শতাংশ পর্যন্ত কমানোর আর্জি জানিয়েছেন তিনি৷ সাথে টিউশন ফি ছাড়া অন্য কোনও মাশুল না নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি৷