আগরতলা, ১১ জুন : শুক্রবার ১২ দফা দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে সি আই টি ইউর উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রাক্তন সাংসদ তথা সিটুর প্রবীণ নেতা শংকর প্রসাদ দত্ত শনিবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর মানুষ জটিল সমস্যার সম্মুখীন। কাজ ও খাদ্যের অভাবে শ্রমিকরা দিশেহারা। পরিবার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সময়োপযোগী যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ নেতা শংকর প্রসাদ দত্ত। বিশ্বের অন্যান্য দেশে যেখানে গত বছরই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় টিকাকরণের উদ্যোগ গ্রহণ করেছে সে অনেক পিছিয়ে গেছে। ২০২১ সালে কেন্দ্রীয় সরকার টিকাকরণের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর জন্য সিটু নেতা কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষ যাতে স্বাচ্ছন্দে জীবন-যাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ১২ দফা দাবিতে উদ্যোগে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যেকের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন এর ব্যবস্থা করতে হবে। আয়কর দিতে হয় না এ ধরনের প্রতিটি পরিবারকে প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে একাউন্টের মাধ্যমে প্রদান করতে হবে। প্রতিটি হাসপাতালে করোণা রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যর জন্য মাসে ১০ কেজি করে বিনামূল্যে রেশন সরবরাহ করতে হবে। করোনা আক্রান্ত প্রত্যেক রোগীর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিটু নেতা তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত আশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় সরকার এসব দাবির প্রতি সহমর্মিতা পোষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি মনে করেন।