আগরতলা, ১১ জুন (হি. স.) : দেশের প্রথম রাজ্য হিসেবে ১০০ শতাংশ মানুষের টিকাকরণের লক্ষ্যেই কাজ করছে ত্রিপুরা সরকার। কারণ, ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশের শীর্ষে ত্রিপুরা। মানুষের সচেতনতার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। পিএম কেয়ার্সের অর্থে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ৬০০ এলপিএম-র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে তিনি যোগ করেন, কেন্দ্র বিনামূল্যে টিকা দেবে। তাই, রাজ্যের বরাদ্দ অর্থে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হবে।
এদিন তিনি বলেন, পিএম কেয়ার্সের অর্থে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ৬০০ এলপিএম-এর অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। যখনই কেন্দ্রের কাছে রাজ্যের প্রস্তাব গিয়েছে তৎক্ষনাত এই প্ল্যান্ট মঞ্জুর করা হয়েছে। তাতেই প্রমাণিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড মোকাবিলায় কতটা তৎপর।
তিনি গোটা দেশের কোভিড ম্যানেজমেন্টের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, পৃথিবীর বহু উন্নত দেশ যখন হিমশিম খাচ্ছে কোভিড সামলাতে তখন অর্থনীতিকে একটা জায়গায় স্থির রাখতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, নিন্দুকেরা বলেছিল ৩২ শতাংশ অর্থনীতর অধোগতি হবে। কিন্তু তাঁদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, কোভিডে মৃত্যুর জন্য অনেক সময় দেখা যাচ্ছে রোগীদের অবহেলা, গা ছাড়া মনোভাবই প্রধান কারণ হয়ে উঠছে। উপসর্গ থাকা সত্ত্বেও তাঁরা টেস্ট করাচ্ছেন না। তারপর হঠাৎ করেই তাঁদের অবস্থা সংকটজনক হয়ে উঠছে। তখন চিকিৎসকদেরও আর কিছু করার থাকছে না। তিনি সকলের উদ্দেশ্যে অনুরোধ জানান, উপসর্গ থাকলে দ্রুত টেস্ট করান এবং চিকিৎসকদের পরামর্শ নিন।
এদিন তিনি বলেন, টিকাকরণের জন্য রাজ্য সরকার ১৩৪ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই অর্থে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানো হবে।