ইসলামাবাদ, ১১ জুন (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বালুচিস্তান প্রদেশের খুজদারে। যাত্রীবোঝাই বাসটি ওয়াধ থেকে দাদু অভিমুখে যাচ্ছিল, বালুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের, পরে আরও ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার ওয়াধ থেকে দাদু অভিমুখে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস, খুজদার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2021-06-11