৯০-হাজার ছুঁইছুঁই কোভিড-সংক্রমণ, ব্রাজিলে মৃত্যু আরও ২,৩৪৪ জনের

রিও ডি জেনেইরো, ১১ জুন (হি.স.): ব্রাজিলে করোনার আগ্রাসন কমছেই না, মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ২,৩৪৪ জন রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯,৮০২ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ৮২ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২,৩৪৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ১৩৫-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় ব্রাজিলে প্রায় দু’হাজার বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা, বৃহস্পতিবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৮৯,৮০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৭,২১৫,১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫,৬৭০,৭৫৪ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৬২,২৭০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *