আগ্রা, ১০ জুন (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ক্যান্টার ট্রাকে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, এছাড়াও ওই বাসের ১১ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এতমাদপুর থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কের উপর চালেসর ফ্লাইওভারে। উত্তর প্রদেশ পরিবহণ নিগমের দুর্ঘটনাগ্রস্ত বাসটি কানপুর থেকে আগ্রা বাস স্টেশন অভিমুখে যাচ্ছিল।
সাব-ইন্সপেক্টর উদয়বীর সিং জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশ পরিবহণ নিগমের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারে। ক্যান্টার ট্রাকে ধাক্কা মারার পর রোড ডিভাইডারের উপর উঠে যায় বাসটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ১১ জন আহত হয়েছেন। মৃতদের নাম-মণি (৬০), রেশম (৬৫), মন্ডলেশ্বর (২৮) এবং নরেন্দ্র সিং চৌহান (৫২)। আহতদের উদ্ধার করে আগ্রার সরোজিনী নায়ডু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
2021-06-10