কলকাতা, ৯ জুন (হি. স.) : আদালতের হস্তক্ষেপে বাড়ি ফিরছেন ঘরছাড়ারা। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের ওপর শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে নানা প্রান্তে। এরপরই আতঙ্কে ঘরছাড়া হয়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে কার্যত পালিয়ে আত্মগোপন করে বহু পরিবার। পরবর্তী সময়ে শাসকদলের অত্যাচারের ঘরছাড়াদের ঘরে ফেরানোর আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের তরফে রাজ্য সরকার তথা পুলিশকে অবিলম্বে ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ জারি করা হয়। এরকমই মানিকতলা বিধানসভা কেন্দ্রের ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল মানিকতলা থানার পুলিশ।
পরে চিৎপুর ও উল্টোডাঙা থানা সংলগ্ন এলাকার বিজেপি কর্মী, যাঁরা নির্বাচন পরবর্তী হিংসার কারনে ঘরছাড়া ছিলেন তাঁদের বিশেষ উদ্যোগে বাড়ি ফেরাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি যুবমোর্চার সহ সভাপতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
দুপুরে মানিকতলা থানা সংলগ্ন এলাকায় ফিরে আসেন ঘরছাড়ারা। মানিকতলা বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, ‘আমরা পরাজিত হয়েছি। তবে আমরা খুশি আমাদের যারা সমর্থন করেছিল সেই সমস্ত ঘরছাড়ারা আজ বাড়ি ফিরেছে। আদালত যদি হস্তক্ষেপ না করতো তাহলে ওদের ঘরে ফেরা হত না। ভোটের ফলাফল ঘোষণা হতেই আমাদের কর্মী সমর্থকদের ওপর দলের নেতাদের নির্দেশে নির্মম অত্যাচার চালায় শাসকদলের দুষ্কৃতীরা’।
প্রিয়ঙ্কা ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “আমার এলাকা এন্টালিতে ঘরছাড়া ছিল দু’শর ওপর। ওদের দিন চারেক আগেই ফিরিয়ে আনতে পেরেছি। হুগলি, হাওড়ার বিভিন্ন কেন্দ্র, বিধাননগর— সর্বত্র ভোটের ফল প্রকাশের পর বিজেপি-র কর্মী সমর্থকরা ঘরছাড়া ছিল। আস্তে আস্তে তারায়ঘরে ফিরল বা ফিরছে।“
বিজেপি নেতৃত্বের কথায়,’ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই কেউ ঘর ছেড়ে আশ্রয় নেন বিজেপির আশ্রয় কেন্দ্রে। আবার কেউবা নিজের ভিটেমাটি ছেড়ে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন আত্মীয় পরিজনদের বাড়িতে। একপ্রকার এক কাপড়েই পরিবার-পরিজন নিজেদের সন্তানদের সঙ্গে নিয়ে এলাকা ছাড়া আজও বহু পরিবার। আদালতের নির্দেশে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরার উদ্যোগে খুশি ঘরছাড়ারা।