নয়াদিল্লি ও কলকাতা, ৯ জুন (হি.স.): দিল্লি-যাত্রার প্রথম দিন দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। দিল্লি সফরের দ্বিতীয় দিন, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার বেলায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। বৈঠক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে জল্পনা রয়েছে।
এদিকে, বুধবার সকালে বিজেপি-র তিন সাংসদ হঠাৎই দিল্লি গেলেন। তাঁরা হলেন অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ। কিন্তু কেন তাঁরা দিল্লি গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন বিজেপি-র অন্দরে। রাজ্যের নেতাদের মধ্যে কেউ কেউ বলছেন, দলকে জানিয়ে দিল্লি যেতে হবে, এমন কথা তো কোথাও বলা নেই। হতে পারে তাঁরা ব্যক্তিগত কোনও কাজে দিল্লি গিয়েছেন।