রেগায় মজুরি প্রদানে বিলম্ব হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ রেগায় মজুরি প্রদানে বিলম্ব হলে ক্ষতিপূরণ দেবে ত্রিপুরা সরকার৷ তবে সেই ক্ষতিপূরণের অর্থ সংশ্লিষ্ট কর্মী কিংবা আধিকারিকের বেতনভাতা থেকে উদ্ধার করা হবে৷ ত্রিপুরা মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজ মঙ্গলবার এক ফেসবুক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রেগার কাজে শ্রমিকদের মজুরি যথাসময়ে প্রদান করতে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা৷ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে৷ যদি কোনও কারণে তা না হয়, তা-হলে মাস্টাররোল ক্লোজারের ১৫ দিনের মধ্যে সেই মজুরি দিতে হবে শ্রমিকদের৷


তাঁর কথায়, ১৫ দিনের মধ্যেও মজুরি প্রদান না করা গেলে ক্ষতিপূরণ হিসেবে ১৬ তম দিন থেকে মোট মজুরির উপর দৈনিক ০.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে শ্রমিকদের৷ যে কর্মী বা আধিকারিকদের জন্য মজুরি প্রদানে বিলম্ব ঘটবে তাঁদের কাছ থেকেই সরকার ক্ষতিপূরণের টাকা উদ্ধার করবে৷


মুখ্যমন্ত্রীর সাফ কথা, কাজের পরিমাপ, মাস্টাররোল, মজুরির তালিকা এই সমস্ত কিছুকে কম্পিউটারাইজড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কম্পিউটারাইজড সিস্টেম কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর বা প্রোগ্রাম অফিসারকে৷ ধারণা করা হচ্ছে, রেগায় মজুরি প্রদানে আরও স্বচ্ছতা এবং অভিযোগ দূর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *