পানিসাগরে যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ জুন৷৷ রাজ্যে খুন,সন্ত্রাস,অপহরন এবং ধর্ষণের মতো অপরাধ ঘটে চলেছে অহরহ৷ আজ সকাল আনুমানিক আটটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উওর পদ্মবিল জ্বলাবাজার হাই সুকল সংলগ্ণ ধানের জমিতে বয়স ২৪ এর এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকায় হৈচৈ পরে যায়৷ঘটনা জানাজানি হতেই সানীয় এলাকার জনগন ঘটনা সলে ছুটে আসে৷সাথে সাথে খবর পাটানো হয় পানিসাগর থানায়৷খবর পেয়ে ঘটনাসলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে মহাশয়৷


জানাগেছে মৃত যুবকের নাম জামির হুসেইন(২৪) ঔরফে মিঠু, পিতা-আব্দুল হাকিম৷বাড়ি উওর পদ্মবিল তিন নং ওয়ার্ডে৷মৃতার আপন জ্যাটু আব্দুল কাদির জানায় যে,গতকাল রাএি আনুমানিক নয়টা এিশ মিনিট নাগাদ নিজ বাড়িতে অসুস পিতাকে রাএির খাবার খাইয়ে বাড়ির উটানে নিজ দোকানে ঘুমাতে যায় মিঠু৷এর পর রাএিতে অসুস পিতা,মাতা এবং ছোট বোন ঘুমিয়ে পড়ে৷ আজ সকালে বাড়িতে খবর যায় বাড়ি থেকে প্রায় এক কি,মি, দুরত্বে উওর পদ্মবিল সুকল সংলগ্ণ এলাকায় তার মৃতদেহ পাওয়া গেছে৷


খবর পাওয়া মাএ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে৷ জানা গেছে দীর্ঘদিন যাবৎ মিঠু বহিরাজ্যের ব্যাঙ্গালোরে প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিল,এমতাবস্থায় বিগত প্রায় দেড়মাস পুর্বে সে নিজ বাড়িতে চলে আসে, কারন তার কৃষক পিতা হঠাৎ করে অসুস হয়ে প্যারালাইজড হয়ে শারিরীক ভাবে অক্ষম হয়ে পরে৷ সেই থেকে নিজ বাড়িতে বাবার গড়া দোকানের দায়িত্ব সেই পালন করে আসছে৷তবে গতকাল করোনা কালীন পরিস্থিতিতে কার্ফিউ চলাকালীন সময়ে এত রাএিতে সে কেন বাড়ি থেকে বের হয়ে এক কি,মি,দুরত্বে এসে এবাবে মারা গেল তা পরিবারের লোকজন সঠিক ভাবে কিছু বলতে পারছেনা৷


সে তার কাকাতো ভাইয়ের টি,আর,০২/৮৮৪৩ নম্বরের হয়ামাহা আর,এক্স,১৩৫ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়৷তবে বাইটিতে চাবি লাগানো ছিলো এবং বাইকের পাশে ওর একটও জুতা পাওয়া যায়৷তবে মৃত যুবকের মাথায় এবং বুকে দাড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে৷ ঘটনার পর পরই পানিসাগর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক ঘটনা সলে পৌছায় এবং মৃত ব্যাক্তির খুনিদের সন্ধানে ঊনকোটি জেলা থেকে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড কে নিয়ে আসে৷ডগ স্কোয়াডের টিম ডগ নিয়ে খুনিদের সন্ধানে অনুসন্ধান চলাকালীন সময়ে স্বজন হারানো উওেজিত জনতা মারমুখী ভঙ্গিতে ডগ স্কোয়াড টিমের উপর হামলে পড়েন৷

এমনকি ডগ স্কোয়াডের মাস্টারের হাত থেকে ডগ টিকে ছিনিয়ে নিয়ে নিজেরাই ডগ টিকে নিয়ে সামনের দিকে ছুটে যায়৷এমতাবসায় প্রায় তিন চার শতাদিক জনগনের ক্ষোভের মুখে পড়ে ডগটি যখম প্রাপ্ত হয়৷পরিশেষে ডগ টিকে নিয়ে ডগ স্কোয়াডের টিম চিকিৎসার জন্য নিয়ে আসে৷তবে পানিসাগর থানার পুলিশ জানিয়েছে অচিরেই খুনিদের সনাক্ত করে গারদে পোরা সম্ভব হবে৷মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালের মর্গে পাটানো হয়৷ময়না তদন্ত শেষে মৃত দেহ পরিবারের হাতে সোপর্দ করা হবে৷এই নিয়ে গোটা মহকুমা জোরে উওেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *