নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ জুন৷৷ এডিসি এলাকায় রেগার কাজ পরিদর্শনেগিয়ে আক্রান্ত হলেন জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী করোনা মহামারির মধ্যে লোকজনদের উন্নয়ন স্বার্থে বিভিন্ন ব্লক এলাকায় শুরু হয়েছে রোগার কাজ৷ এরইমধ্যে কলসী ভিলেজ সেন্টারে সকলের সিদান্তক্রমে আজ থেকে কলসী এডিসি ভিলেজে শুরু হলো রেগার কাজ৷ এই কাজ পরিদর্শনে যান জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ৷ কাজের জায়গায় অশোক মগ উপস্থিত হবার কথাশুনে এলাকার কিছু সংখ্যক উশৃঙ্খল যুবক হঠাৎ করে অশোক মগের পিছনে আঘাত করে বলে অভিযোগ৷ বি এস সি চেয়ারম্যানের পাশাপাশি আরো দুইজনরে উপর আক্রমন করে যুবকরা৷
এই উশৃঙ্খল যুবক তিপ্রা মথা দলের সমর্থক বলে জানান অশোক মগ৷ এই আক্রমনের ফলে ঘটনাস্থল থেকে কোনোপ্রকার নিজেকে বাঁচিয়ে ঘটনাস্থল থেকে চলে আসে বি এস সির চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা৷ এই আক্রমনে মোট তিন জন আহত হয় বলে জানাযায়৷ ঘটনার পরবর্তীসময় আক্রমনকারীদের নামদিয়ে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়৷ মামলাকরার পর জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান অশোক মগ৷ তিনি জানান এডিসি এলাকার উন্নয়ন মূলক কাজে প্রতিনিয়ত বাঁধাদান করছে তিপ্রা মথা দলের সদস্যরা৷ তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি দেখার জন্য বিশেষ আহববান জানান৷