নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক ভানুলাল সাহার বিতর্কিত এবং উস্কানিমূলক বার্তার সমর্থনে তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর সাফ কথা, বর্তমান পরিস্থিতির নিরিখে ভানুলাল সাহা এবং অন্য সিপিএম নেতাগণ মতামত প্রকাশ করে কোন অপরাধ করেননি৷
তিনি বলেন, আমি যতদুর বুঝেছি, ভানুলাল সাহা কাউকে আক্রমণ করার জন্য বলেননি৷ বরং কেউ মানুষের সাহায্য করবেন না, সে-বিষয়ে সতর্ক করেছেন৷ তাই, তাঁদের প্রস্তুত থাকতে বলেছেন৷ কারণ, তাঁদের আত্মরক্ষায় নিজেদেরই নামতে হবে৷ সেই সঙ্গে তিনি এও দাবি করেন, সিপিএম সন্ত্রাসে বিশ্বাস রাখে না৷ বিজেপি নিজেদের ব্যর্থতা আড়ালে সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে৷
তাঁর বক্তব্য, সিপিএম নেতাদের গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছে এমন কোন তথ্য এখনও আমার কাছে নেই৷ তবে, এ-ধরনের প্রতিক্রিয়া বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে৷ তিনি যোগ করেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার প্রথম দিন থেকেই সিপিএম, কংগ্রেস এবং এখন সাধারণ মানুষ যত্রতত্র আক্রান্ত হচ্ছেন৷ ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় ওই ধরনের বার্তা প্রকাশ্যে এসেছে৷ ভানুলাল সাহার উস্কানিকে সমর্থন করে বক্তব্য মানিক সরকারের৷
এদিন মানিক সরকার আক্ষেপ করে বলেন, বামফ্রন্ট এবং সিপিএমের প্রতিনিধিরা ২০১৮ সালে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরায় সন্ত্রাসের ঘটনায় বিচারের প্রত্যাশায় একাধিকবার মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের মহানির্দেশক এমনকি রাজ্যপালের সঙ্গেও সাক্ষাত করেছেন৷ ত্রিপুরার রাজ্যপাল সমস্ত ঘটনা শুনে সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন৷ কিন্ত, এখনও পর্যন্ত কোন সুরাহা বের হয় নি৷ সন্ত্রাস সমানে চলছে৷
তাঁর কথায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভায় দাঁড়িয়ে সিপিএম বিধায়কদের উপর হামলার ঘটনা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন৷ কিন্ত, তাঁর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা সরকারের মুখোশ খুলে দিয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, আইপিএফটি ত্যাগীরা তিপ্রা মথায় যোগ দিয়ে লাগাতর সন্ত্রাস চালিয়েছে৷ অথচ, দোষ সিপিএমের ঘাড়ে চাপানো হচ্ছে৷ তিনি সতর্ক করে বলেন, মানুষের ধৈযর্ে্যর সীমা থাকে৷ ক্রমশ ধৈযর্ে্যর বাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে৷ তাই, এখনি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে৷