নমুনা পরীক্ষার নিরিখে রাজ্যে কমল সংক্রমণ, আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ নমুনা পরীক্ষার নিরিখে ত্রিপুরায় দৈনিক সংক্রমণ আরও কমেছে৷ কিন্তু মৃত্যু মিছিল আবারও কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে রেখেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও ১১ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল মৃতের সংখ্যা ছিল একদিনে ৫৷ দৈনিক মৃত্যু ফের বেড়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা রাজ্য৷ তবে, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারের বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ অবশ্য, দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬,৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৬৫০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেকটাই কমে হয়েছে ৩.৯৭ শতাংশ৷ এদিকে, ফের ১১ জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৬৭০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৫৯ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,৬৫৯ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৮৯২ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৪,৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ৫৪ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৯৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৬৭০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৬৫৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৩,৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৭,৬০৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.৩৫ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৮.৪৬ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০২ শতাংশ৷ নতুন করে ১১ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫৪৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৫৯ জন, দক্ষিণ জেলায় ৬৪ জন, গোমতি জেলায় ৩৩ জন, ধলাই জেলায় ৪২ জন, সিপাহিজলা জেলায় ৯২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪৫ জন, উনকোটি জেলায় ৬২ জন এবং খোয়াই জেলায় ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *