চিকিৎসায় গাফিলতির অভিযোগ টিএমসিতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ চিকিৎসায় বড়োসড়ো গাফিলতির অভিযোগ উঠল হাপানিয়াস্থিত টিএমসি’রবরুদ্ধে৷ শ্বাসকষ্টজনিত এক রোগীনিকে আখ্যায়িত করা হলো মানসিক ভারসাম্যহীন হিসাবে৷ শুধু তাই নয় দশ দিন ধরে তাকে খাওয়ানো হলো পাগল রোগের ঔষধও৷ সময়ে-অসময়ে তাকে দেওয়া হতো ইঞ্জেকশন ও স্যালাইন৷ রোগের যন্ত্রণায় ছটফট করত তখন তাকে অবশ করে রাখা হত ঘুমের স্যালাইন দিয়ে৷

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শহর দক্ষিণাঞ্চলের বাধারঘাট ইচাবাজারের জনৈক গোপাল সাহা৷ তিনি বলেন গত দশ দিন আগে শ্বাসকষ্ট জনিত রোগের কারণে স্ত্রী পিংকি সাহা দেবকে হাপানিয়া হাসপাতালে ভর্তি করিয়েছিলেন৷ এতদিন চিকিৎসার পরও অবস্থার কোন উন্নতি হয়নি৷ বরং শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে তার৷বৃহস্পতিবার সকালে পিংকির আত্মীয় পরিজনরা গিয়ে দেখেন তাকে মানসিক ভারসাম্যহীন ওয়ার্ডের একটি বিছানায় ফেলে রাখা হয়েছে৷ তারা বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়েন৷ ঘটনার বিষয়ে জানতে গেলে আনা হয় এক সেবিকাকে৷ এর মধ্যে ছুটে আসেন দুই ডাক্তারও৷ শুরু হয় তর্কাতর্কি৷ পরে একটা সময়ে কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় ডাক্তার ও নার্সরা৷কর্তৃপক্ষ থেকে কোন সদওোর না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে আসে রোগিনী ও তার আত্মীয় পরিজনরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *