ওয়াশিংটন, ৪ জুন (হি.স.): এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নন। কিন্তু, যখন প্রেসিডেন্ট ছিলেন তখন করোনাভাইরাস নিয়ে প্রায়ই আক্রমণ শানাতেন চিনকে। আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেন, “উহানের গবেষণাগারেই চিনা ভাইরাসের উৎপত্তি।” সেই সম্ভাবনাই এখন জোরালো হচ্ছে। করোনার উৎস জানতে গোয়েন্দাদের নির্দেশও দিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এমতাবস্থায় বিবৃতি জারি করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে তিনি জানিয়েছেন, মৃত্যু ও বিনাশের জন্য আমেরিকা ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার দেওয়া উচিত চিনের।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “এখন সবাই, এমনকি তথাকথিত ‘শত্রু’ও বলতে শুরু করেছেন, উহান গবেষণাগার থেকে আসা চায়না ভাইরাস সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই ছিলেন। মৃত্যু ও বিনাশের জন্য আমেরিকা ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার দেওয়া উচিত চিনের।” উল্লেখ্য, নোভেল করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল কোথায়, চিনের গবেষণাগার না পশুবাজার? এ ব্যাপারে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।
2021-06-04