টেট উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করেছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্রের আজীবন মেয়াদ বৃদ্ধি করেছে৷ তবে ত্রিপুরার পরিস্থিতি ভিন্ন৷ কারণ, রাজ্যে টেট উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে চাকরির আবেদনকারীদের একজনও এমন নেই যাঁর চাকরি হয়নি৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরার শিক্ষামন্ত্রী বলেন, টেট উত্তীর্ণ ১,২৬৭ জনের পোস্টিং দেওয়া বাকি৷ গ্রীষ্মকালীন ছুটি সমাপ্ত হলেই তাঁদেরকেও পোস্টিং দেওয়া হবে৷


আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার টেট উত্তীর্ণদের স্বার্থে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷ ওই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাচ্ছি৷ তাঁর কথায়, বিভিন্ন টেট উত্তীর্ণ অনেকের এখনও চাকরি হয়নি৷ তবে এক্ষেত্রে ত্রিপুরার চিত্র সম্পূর্ণ ভিন্ন৷ তাঁর দাবি, টেট-১ এবং টেট-২ পরীক্ষা দিয়েছিলেন ১,৩০,৩৪৫ জন৷ তাঁদের মধ্যে ৩,২৭৪ জন টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র পেয়েছেন৷ সকলের চাকরি নিশ্চিত এবং অনেকেই ইতিমধ্যে অফার ও পোস্টিং পেয়ে গেছেন৷


তিনি বলেন, ত্রিপুরায় টেট উত্তীর্ণ ২,৯৭৭ জনকে অফার দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে ১,২৬৭ জনের পোস্টিং দেওয়া বাকি৷ তাঁর কথায়, টেট উত্তীর্ণ কিছু চাকরিপ্রত্যাশী অন্য দফতরে চাকরি পেয়ে গেছেন৷ আবার এমন অনেকেই রয়েছেন টেট-১ এবং টেট-২ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ ফলে ৩,২৭৪ জনের মধ্যে ২,৯৭৭ জন শিক্ষক পদে চাকরির আবেদন জানিয়েছিলেন৷
তাঁর বক্তব্য, অস্নাতক ৩৪৬ জন এবং স্নাতক ৯১১ জনের পোস্টিং দেওয়া হয়নি৷ তাঁদের মধ্যে বয়সোত্তীর্ণ ২৭ জনও রয়েছেন৷ গ্রীষ্মকালীন ছুটি সমাপ্ত হওয়ার পর তাঁদেরও পোস্টিং দেওয়া হবে৷ টেট উত্তীর্ণদের চাকরি প্রসঙ্গে তিনি জানান, বাম আমলে ৯৯৪ জন টেট উত্তীর্ণ হয়েছিলেন এবং বর্তমান সরকারের জমানায় ২,২৪০ জন৷ তাঁদের সকলের চাকরি নিশ্চিত করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *