নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে মন্দির-মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভক্ত সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে৷ সেকারণে বাবা লোকনাথ ঠাকুরের তিরোধান দিবসও নিয়ম রক্ষার্থেই বৃহস্পতিবার পালিত হয়েছে৷
কোভীড পরিস্থিতিতেও অনাড়ম্বর অনুষ্ঠানে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে লোকনাথ মন্দিরে লোকনাথ বাবার ১৩১ তম তিরোধান দিবস উদযাপন করা হয়৷ বুধবার রাতে অধিবাসের পর বৃহস্পতিবার সকালে হয় ধর্মীয় আচার অনুষ্ঠান৷ তবে এই বছর করুণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে কোন ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি৷মন্দিরের প্রবেশ দ্বার ভক্তদের জন্য ছিল সম্পূর্ণ বন্ধ৷ বাইরে থেকে ভক্তরা মন্দির দর্শন করে গেছেন৷ প্রকৃতপক্ষে করোণা মহামারীর কারণে নিয়ম রক্ষার্থে লোকনাথ বাবার ১৩১ তম তিরোধান দিবস পালন করা হয়েছে৷ অন্যান্য বছর মহা ধুমধামে মহাপ্রসাদ বিতরণ করা হলেও এ বছর দেওয়া হয়নি কোন প্রসাদ৷
কেবল মাত্র লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে রাজধানীর চন্দ্রপুর , মোটরস্ট্যান্ড , বটতলা, আই জি এম চৌমুহনী ও রাধানগরে খিচুড়ি প্রসাদ প্রদান করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই এই প্রসাদ প্রদান করা হয় বলে জানান মন্দির কমিটির সম্পাদক৷আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে মহা ধুমধামে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ৷