নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ করোনা-র প্রকোপে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মহা ফাঁপড়ে পড়েছে ত্রিপুরা সরকার৷ তবে সারা দেশেই একই অবস্থা৷ করোনা-র তাণ্ডবে কেন্দ্রীয় সরকার সিবিএসই-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে৷ সেই পথ অনুসরণ করে কয়েকটি রাজ্য ইতিমধ্যে সমস্ত বোর্ড পরীক্ষা বাতিল করেছে৷
কিন্তু ত্রিপুরা সরকার এখন পরীক্ষা নেওয়ার জন্য পথ খুঁজে বের করতে যথা সম্ভব চেষ্টা করে যাচ্ছে৷ তাই আগামী ১৪ জুন শিক্ষা দফতর, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, স্বাস্থ্য দফতর সহ বিশিষ্ট শিক্ষাবিদ, মনোবিদ, সাংবাদিককে নিয়ে পরীক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণে বৈঠকের আয়োজন করেছে৷ ওই বৈঠকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে৷
প্রস্তাবিত বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী, এডিসি-র শিক্ষা দফতরের কার্যনির্বাহী সদস্য চিত্তরঞ্জন দেববর্মা, ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর অরুণোদয় সাহা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মিহির দেব, প্রাক্তন শিক্ষা অধিকর্তা রঞ্জিত কুমার দেবনাথ, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা এনসি শর্মা, টিআইটি-র প্রিন্সিপাল প্রফেসর শেখর দত্ত, বিবিএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় রায়, মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষিকা রিতা পাল দে চৌধুরী, উমাকান্ত অ্যাকাডেমির প্রধানশিক্ষক রাজেশ দেববর্মা, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা, এডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা, এমবিবি কলেজের প্রিন্সিপাল ড় দীপান্বিতা চক্রবর্তী, এজিএমসি-র মনোবিদ ড় নবনীতা বণিক এবং বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব৷