নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জুন৷৷ স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহাকুমার তিনটি ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজগুলিতে উন্নয়ন উন্নয়ন মূলক কাজ এবং এম জি এন রেগা প্রকল্পের কাজ কর্ম অচল অবস্থায় রয়েছে৷
এমনই অচল অবস্থায় রয়েছে তেলিয়ামুড়া ব্লকের হদ্রাই এবং দক্ষিণ পুলিনপুর এডিসি ভেলিজে তিন দিন ধরে৷ এদিকে তেলিয়ামুড়া ব্লকের বিডিও সান্তনু বিকাশ দাস চেষ্টা চালিয়েছে৷ কিন্তু ত্রিপ্রামথা দলের কর্মী সমর্থকরা মানতে নারাজ৷ তিপ্রা মথা নামক রাজনৈতিক দলের কর্মীদের উৎশৃংখল আচরণে দুটি এ.ডি.সি – ভিলেজের উন্নয়নমূলক এম.জি.এন রেগা প্রকল্পের কাজ কর্ম লাটে৷ এমন অচল অবস্থা প্রায় তিনদিন ধরে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের হদ্রাই-এ.ডি.সি ভিলেজ এবং দক্ষিণ পুলিনপুর এ.ডি.সি ভিলেজে৷
তেলিয়ামুড়া ব্লকের বি.ডি.ও শান্তনু বিকাশ দাস সমস্যা নিরসনের চেষ্টা করলেও তিপ্রা মথা দলের কর্মীরা মানতে নারাজ৷ গত ১৭ মে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ই.এম এ.ডি.সি ভিলেজগুলিকে চেয়ারম্যান হিসাবে মনোনীত হবেন? কে কোন দায়িত্ব পাবেন? এ সম্বলিত একটি নির্দেশ জারি করে৷ এই নির্দেশ পেয়ে তিপ্রা মথা দলের কর্মীরা এ.ডি.সি – ভিলেজ অফিস দখল নেওয়ার জন্য উদ্যোগী হয়৷ কিন্তু স্ব-শাসিত জেলা পরিষদের ওই অর্ডার ৩১ মে রাজ্য প্রশাসন নাকচ করে দেয়৷ এতে যত বাঁধে বিপত্তি৷
বৃহস্পতিবার ওই দুইটি এ.ডি.সি ভিলেজের পঞ্চায়েত সচিবদ্বয় তেলিয়ামুড়া ব্লকের বি.ডি.ও কে ফোনে জানায় তারা ভিলেজ অফিসে নিরাপত্তার অভাব বোধ করছে৷ খবর পেয়ে বি.ডি.ও শান্তনু বিকাশ দাস এবং তেলিয়ামুড়া থানার ও.সি নাড়ুগোপাল দেব সিআরপিএফ এবং টিএসআর জাওয়ান নিয়ে ঘটনাস্থলে অর্থাৎ ভিলেজ অফিসে যান৷ সেখানে জড়ো হয়ে থাকে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকেরা৷ বি.ডি.ও তাদের সাথে দফায় দফায় কথা বলেন৷
কিন্তু শেষ পর্যন্ত দুটি এ.ডি.সি ভিলেজে তালা দিয়ে দেওয়া হয়৷ এছাড়াও ওইসব কর্মীসমর্থকরা কিছু অবৈধ দাবি জানায় যা সরকারীভাবে মেনে নেওয়া সম্ভব নয়৷ বি.ডি.ও শান্তনু বিকাশ দাস দিনভর চেষ্টা চালান যাতে সমস্যা নিরসন হয়৷ বলা বাহুল্য এই ধরনের সমস্যা এখন প্রায় প্রিতিদিনই ত্রিপুরা রাজ্যের এ ডি সি এলাকায় পঞ্চায়েত ও ব্লক গুলোতে ঘটে চলেছে৷
মুলত বিগত ত্রিপুরা এ ডি সি নির্বাচনে মাত্র তিন মাসের নতুন রাজনৈতিক দল তিপ্রা মথা এ ডি সি দখলের পর থেকেই এই ধরনের সমস্যা তৈরী হচ্ছে৷ এখন দেখার বিষয় কবে নাগাদ সমস্যা স্থায়ী সমাধান ঘটে৷