কোভিড-সংক্ৰমণ ১.৩২-লক্ষাধিক, ২,৭১৩ বেড়ে ভারতে মৃত্যু ৩৪০,৭০২

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): ভারতে ফের কিছুটা কমল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অবশ্য ৩ হাজারের কাছাকাছিই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ২,৭১৩ জন রোগীর। একইসঙ্গে বৃহস্পতিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ০৭ হাজার ০৭১ জন। কোভিড টিকাকরণ চলছে সমানতালে, ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ২২,৪১,০৯,৪৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সক্রিয় রোগীর হ্রাস অব্যাহত রয়েছে ভারতে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৭৭,৪২০। ৭৭ হাজার ৪২০ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩-তে (৫.৭৩ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৪০,৭০২ জন (১.১৯ শতাংশ)।
সংক্রমণ যেমন বৃদ্ধি হচ্ছে, সুস্থতাও প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ০৭ হাজার ০৭১ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৬৫,৯৭,৬৫৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৩.০৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২২ কোটি ৪১ লক্ষ ০৯ হাজার ৪৪৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৮,৭৫,২৮৬ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *