ইসলামাদ, ৪ জুন (হি.স) : শুক্রবার পাকিস্তানে দুটি পৃথক পথদুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পথ দুর্ঘটনাটি ঘটে তান্ড মস্তি খানের এলাকায়। একটি যাত্রীবোঝাই গাড়ি অপর একটি ছোট গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছয় জনের মৃত্যু হয় এবং ১৫জন আহত হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটে লাহোরের কাছে ফিরোজাপুর রোডে। একটি মোটরসাইকেলের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় এক মহিলা ও তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
2021-06-04