নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুন৷৷ মুঙ্গিয়াকামি ব্লকে বুধবার ত্রিপরা মথার সমর্থকরা লংকা কান্ড সংঘটিত করেছে৷ বিএসসির চেয়ারম্যানের কাছ থেকে জোর করে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে গেছে এবং দু জনকে বেধড়ক মারধর করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷
মুঙ্গিয়াকামি ব্লকে বি এ সি চেয়ারম্যান এর কাছ থেকে জোর করে জরুরি কাগজে সই করানো এবং বিজেপি আই পি এফ টি সমর্থিত বি এ সি সদস্যকে মারধোর করার গুরুতর অভিযোগ উঠেছে৷ অভিযোগের তীর তিপ্রামথা সমর্থকদের দিকে৷ ঘটনা মুংগিয়াকামি ব্লকে৷
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে আচমকা মুংগিয়াকামি ব্লকের বিজেপি আই পি এফ টি জোটের বি এ সি চেয়ারম্যান সুনিল দেববর্মার কক্ষে ঢুকে কিছু যুবক৷ চেয়ারম্যান সুনিল দেববর্মাকে একটি অফিসিয়াল কাগজে সই করতে বলে৷প্রথমে সুনিল দেববর্মা রাজী না হলে জোর করে উক্ত কাগজে সই করিয়ে নেয় বলে জানান বি এ সি চেয়ারম্যান সুনিল দেববর্মা৷ অভিযোগ চেয়ারম্যানের কক্ষষ থেকে বের হয়ে উশৃংখল কয়েকজন যুবক ব্লক অফিসের বাইরে থাকা বি জে পি, আই পি এফ টি জোটের সমর্থিত বি এ সি সদস্য ও কর্মিকে মারধর করে৷এতে ব্লক এডভাইজারি কমিটির এডুকেশন কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা ও বিশ্বমোহন দেববর্মা আহত হয়৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুংগিয়াকামি ব্লকের বি এ সি ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা৷ আহতদের সংগে সংগে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য৷ আহতদের মধ্যে রঞ্জিত দেববর্মার মাথায় গুরুতর আগাত লাগে বলে জানা যায়৷ এ প্রসংগে চেয়ারম্যান সুনিল দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা জানান ,আক্রমণকারীরা তিপ্রামথার সমর্থক৷ ঘটনার খবর পেয়ে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বিধায়ীকা কল্যানী রায় ছুটে আসেন ঘটনাস্থলে৷আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে এসে খোজখবর নেন৷ উনারা ঘটনার তিব্র নিন্দা জানান৷ এ ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷