সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, আমেরিকায় দৈনিক করোনায় মৃত্যু ৫১৪

ওয়াশিংটন, ৩ জুন (হি.স.): আমেরিকায় কোভিডে সংক্রমণের হার আচমকাই অনেকটা বাড়ল, মৃত্যুর সংখ্যাও ৫০০-র গন্ডি ছাড়িয়ে গেল। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকায় বুধবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৯৭৪ জন। ফলে আমেরিকায় ৩৪,১৫৪,৩০৫-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।
আমেরিকায় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৫১৪ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১১ হাজার ০২০ জনের। আমেরিকায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ২৭,৯৮৬,৫১১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৫ লক্ষ ৫৬ হাজার ৭৭৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *