লখনউ ও মুম্বই, ৩ জুন (হি.স.): কোভিড-পরিস্থিতির জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করল উত্তর প্রদেশ বোর্ড। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কোভিড মহামারী পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যই অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে যোগী ছাড়াও উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মাও ছিলেন। হিন্দিতে টুইট করে যোগী জানিয়েছেন, কোভিড মহামারী পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, উত্তর প্রদেশ সরকারও দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মহারাষ্ট্রেও বাতিল করা হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, “দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে মহারাষ্ট্র বোর্ড।” সুস্থতার নিরিখে মহারাষ্ট্রে পাঁচটি পর্যায়ে আনলক প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, পাঁচটি পর্যায়ে আনলক পরিকল্পনা প্রস্তুত করেছি আমরা। যে সমস্ত জেলায় সংক্রমণের হার একেবারে কম সেখানে কোনও বিধিনিষেধ থাকবে না।”
2021-06-03