নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম বিধায়ক ভানুলাল সাহা৷ উস্কানিমূলক মন্তব্য করেছেন, এই অভিযোগ এনে ইতিমধ্যে ত্রিপুরায় বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে৷ আজ বুধবার ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে ভানুলাল সাহা এবং সিপিএম দলের বিরুদ্ধে নিশানা করলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কড়া বার্তা, ভবিষ্যতে ত্রিপুরায় দাঙ্গা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় ভানুলাল সাহা এবং সিপিএম-কে নিতে হবে৷ তাঁর দাবি, অতীতে ক্ষমতাচ্যুত হয়ে সিপিএম বহুবার উস্কানিমূলক বার্তা দিয়েছে৷ আবারও ক্ষমতা হারিয়ে এখন পেছনের দরজা দিয়ে রাজ্যকে দখল করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছে৷
আইনমন্ত্রী এদিন সাফ বলেন, গণতন্ত্রের মুখোশ পরে ভানুলাল সাহা এবং সিপিএম নেতাদের মাওবাদী চিন্তাধারা এখন প্রকাশ্যে এসেছে৷ তাঁরা কংগ্রেস-টিইউজেএস জোট জমানায় আস্তাবল মাঠে আয়োজিত সমাবেশে ডাক দিয়েছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত উগ্রপন্থী হতে হবে৷ তিনি বলেন, পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা তাদের স্বভাব৷ তাই, ওই নিরামিষ অস্ত্র নিয়ে ৩৫ বছর ত্রিপুরায় শাসন করেছে সিপিএম৷ তিনি সুর চড়িয়ে বলেন, সিপিএমের নেতারাই বলতেন বন্দুকের নলই ক্ষমতার উৎস৷ এ-বিষয়ে আইনমন্ত্রীর সাফ কথা, সিপিএম বিধায়কের উস্কানিমূলক মন্তব্যে আগামী দিনে দাঙ্গা হলে কিংবা অচলাবস্থা দেখা দিলে ভানুলাল সাহা এবং সিপিএম তার জন্য দায়ী থাকবে৷
তাঁর কথায়, ত্রিপুরায় সিপিএম এখন জনসমর্থন হারিয়েছে৷ এডিসি নির্বাচনে ভরাডুবিতে তার প্রমাণ মিলেছে৷ তাই এখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এমন বিতর্কিত এবং উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে৷ তবে এখন তাদের ওই ষড়যন্ত্র কোনওভাবেই সফল হবে না, দাবি করেন তিনি৷ তাঁর দাবি, মানুষ এখন সিপিএম নেতাদের ভালোভাবেই চিনে ফেলেছেন৷ তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে ভানুলাল সাহা এবং সিপিএমের আচরণ দুর্ভাগ্যজনক৷ তাই তিনি সকলকে সতর্ক এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন৷
আইনমন্ত্রী বলেন, ভানুলাল সাহার বিরুদ্ধে ত্রিপুরায় বিভিন্ন থানায় মামলা হয়েছে৷ আমতলি থানার ওসি বিষয়টি বিধানসভার অধ্যক্ষের গোচরে নিয়েছেন৷