নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ মান্দাই থানা এলাকার মাধবপাড়া থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসবাদীকে আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে মান্দাই থানার পুলিশ এবং মাধবপাড়া টিএসআর ক্যাম্প এর জওয়ানদের সহযোগিতায় মান্দাই থানা এলাকার মাধব পাড়া থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে৷ তার নাম যতীন্দ্র দেববর্মা৷
তার কাছ থেকে একটি সুকটি, একটি পিস্তল, এবং ২ জোড়া পরি ড্রেস উদ্ধার হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ শে মে আমতলী থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দরাম পাড়ার যতীন্দ্র দেববর্মার পরিত্যক্ত বাড়ির একটি ঘর থেকে দেশী বন্দুক,পিস্তল , তাজা কার্তুজ, ফৌজি ড্রেস সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছিল৷ কিন্তু যতীন্দ্র দেববর্মাকে সেদিন আটক করা সম্ভব হয়নি৷
আমতলী থানার পুলিশ তাকে আটক করার জন্য গত কয়েকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল৷ সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার রাতে মান্দাই থানার পুলিশ এবং মাধবপাড়া টিএসআর ক্যাম্পের জওয়ানদের নিয়ে একটি রাস্তার পাশে এম্বুস করে বসে থাকে৷ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যতীন্দ্র দেববর্মা৷
তখনই তাকে আটক করা হয়৷ তার সুকটিতে তল্লাশি চালিয়ে আরো একটি পিস্তল এবং দুই জোড়া ফৌজি ড্রেস উদ্ধার করা হয়৷ আমতলী থানার ওসি জানান তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছে তাতে জানা গেছে এই চক্রের আরো কয়েকজন জড়িত রয়েছে৷ অস্ত্রসহ আটক আদালতে সোপর্দ করা হবে৷ আদালত থেকে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার সঙ্গে জড়িতদের নামধাম উদ্ধার করা হবে৷অস্ত্রসহ আটক যতীন্দ্র দেববর্মার বাড়ি মান্দাই থানা এলাকার তুইচারাংচাই এলাকায় বলে জানিয়েছেন আমতলী থানার ওসি মানিক দেবনাথ৷