ভয় বাড়াচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ, ফের লকডাউন মালয়েশিয়ায়

কুয়ালা লামপুর, ৩ জুন (হি.স.): কোভিড-১৯ মহামারীর তৃতীয় ঢেউ ভয় বাড়াচ্ছে মালয়েশিয়ায়। ফের দেশব্যাপী লকডাউন লাগু হল মালয়েশিয়ায়। এই নিয়ে তৃতীয়বার। লকডাউনের প্রথম দফায় ১ থেকে ১৪ জুন পর্যন্ত শুধুমাত্র জরুরি পরিষেবাকেই ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সুপার মার্কেট এবং মেডিক্যাল ক্লিনিক। লকডাউন লাগু হতেই জনশুন্য হয়ে পড়েছে মালয়েশিয়ার রাস্তা, শপিং মল বন্ধ।
মালয়েশিয়ায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২৬ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৭০৩ জন। কোভিডের তৃতীয় ঢেউকে রুখতেই লকডাউন লাগু হয়েছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় এযাবৎ মোট করোনা-আক্রান্ত হয়েছেন ৫,৮৭,১৬৫ জন, মৃত্যু হয়েছে ২,৯৯৩ জনের এবং করোনার থেকে সেরে উঠেছেন ৫,০১,৮৯৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *