পূর্ব মেদিনীপুরে ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আক্রমণ শুভেন্দু অধিকারী

কাঁথি, ৩ জুন (হি.স) : দুই ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরে ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন তৃণমূলের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দুর ‘গড়’ তাজপুর লাগোয়া এলাকা ঘুরে দূর্গতদের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি। একইসঙ্গে বাঁধের বেহাল দশা নিয়ে উগরে দিলেন ক্ষোভ। নাম না করেই তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারীকে।
প্রসঙ্গত, এরআগে বুধবার দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।  গতকালই অভিষেককে ‘নাবালক’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। আজ পালটা অভিষেকের তোপ, “সাবালকের ব্যর্থতা দেখতে নাবালককে আসতে হয়। সাবালক শুধু বড়-বড় ভাষণ দিচ্ছেন। উনি যখন সাবালক তো সাবালকত্বের পরিচয় দিন। সাবালককে অন ক্যামেরা টাকা নিতে দেখা গিয়েছে। নাবালককে কিন্তু দেখা যায়নি।”
এদিন পূর্ব মেদিনীপুরের তাজপুর লাগোয়া এলাকা, রামনগর, কাঁথির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তিনি। তাজপুর সংলগ্ন চাঁদপুর এলাকায় হেঁটে হেঁটে বেহাল বাঁধগুলি ঘুরে দেখেন অভিষেক। সেই সময়চ বাঁধ নির্মাণকারী ঠিকা সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
অভিষেকের আসার খবর পেয়েই বাঁধের উপর জড়ো হয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের আরজি, “দ্রুত এই বাঁধ ঠিক করা হোক। আগামী ১২ তারিখ ফের ভরা কোটাল আছে। বাঁধ ঠিক না হলে গ্রামে আবার জল ঢুকবে।” সকলের অভিযোগ মন দিয়ে শোনেন যুব তৃণমূল সভাপতি। আশ্বাস দিয়ে বলেন, সরকার সব করে দেব। নিশ্চিন্তে থাকুন। এখন ঘর বাড়ির মায়া করবেন না। আগে প্রাণে বাঁচুন। তিনি আরও জানান, আগামী ১০ তারিখ থেকে ক্ষতিগ্রস্তগের ব্যাংকে সরকারি সাহায্য ঢুকতে শুরু করবে। সকলের টাকা পেতে একটু সময় লাগবে। সরকারকে সেই সময়টা দিন। সকলেই ক্ষতিপূরণ পাবেন। এই এলাকার পরিদর্শন সেরে অভিষেক কাঁথির আশ্রয়শিবিরগুলিও ঘুরে দেখেন। বলেন, যাঁর যা ক্ষতি হয়েছে, তার খতিয়ান দিন। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি শিশুদেরও বিশেষ দেখভালের নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *