নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ এডিসির প্রশাসনিক কাজে রাজ্যসরকার হস্তক্ষেপ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান চেয়ারম্যান জগদীশ দেববর্মা৷ আজ তিনি জানান ভিলেজ উন্নয়ন কমিটি গঠন করার সাংবিধানিক অধিকার এডিসি প্রশাসনের রয়েছে৷ এজন্য ১৯৯৪ সালে এডিসি আইন তৈরি করেছিল৷ এডিসির ভিলেজ কমিটিগুলোর মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে৷
ভিলেজ কমিটিতে নির্বাচন করার জন্য এডিসির নতুন পরিচালন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ নির্বাচন না হওয়া পর্য্যন্ত তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ জনগণের কাছে পৌছে দেয়ার জন্য ভিলেজ উন্নয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ সেই মোতাবেক এডিসি প্রশাসন নিদের্শ জারী করেছে৷ কিন্তু রাজ্য সরকার এডিসির কাজে হস্তক্ষেপ করছে বলে তিনি অভিযোগ করেন৷
রাজ্যসরকারের ভিলেজ কমিটি গঠন করার সাংবিধানিক ক্ষমতা নেই বলে চেয়ারম্যান শ্রীদেববর্মা অভিযোগ করেন৷ শ্রীদেববর্মা বলেন রাজাসরকার দীর্ঘদিন যাবৎ এডিসির বিভিন্ন ভিলেজ কমিটির শূন্য পড়ে থাকা আসনগুলোতে নির্বাচন করার প্রয়োজন মনে করেনি৷তিনি রাজ্যসরকারের কাছে রাজনীতির উর্ধে উঠে এডিসি উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার জন্য জোরালো দাবী জানান৷