নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সংক্রমণের ক্রমাগত বৃদ্ধিতে পুরনিগম এলাকায় করোনা ভয়াবহ রূপ নিয়েছে৷ তাই, পুরনিগমের তিনটি ওয়ার্ডে গণ-পরীক্ষার কর্মসূচি নিয়েছে প্রশাসন৷ আগামীকাল থেকে ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে করোনা-র গণ-পরীক্ষা করা হবে৷ তাতে, প্রত্যেক পরিবারের অন্তত একজন সদস্যের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন৷ এভাবে, করোনায় আক্রান্তের দ্রুত শনাক্তকরণ এবং তাঁদের সংস্পর্শে যাঁরা রয়েছেন তাঁদের চিহ্ণিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস৷
তিনি বলেন, পশ্চিম জেলা টাস্ক ফোর্সের বৈঠকে জেলার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ তাতে পুরনিগম এলাকায় তিনটি ওয়ার্ডে গণ-পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, আগামীকাল সকাল থেকে পুরনিগমের ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে গণ-পরীক্ষার আয়োজন করা হয়েছে৷ চারটি করে টিম প্রত্যেক ওয়ার্ডে পরীক্ষার দায়িত্বে থাকবে৷ তাঁর বক্তব্য, ওই টিমে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, বিএলও এবং সমাজসেবীরা রয়েছেন৷ তাঁরা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে অধিকতর পরীক্ষা সুনিশ্চিত করবেন৷ সদর মহকুমাশাসক অসীম সাহা সমস্ত কিছুর তদারকির দায়িত্বে রয়েছেন, বলেন তিনি৷
ডা. দেবাশিস দাসের কথায়, ওই টিম প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষা করবেন৷ তবে, উপসর্গ রয়েছে এমন নজরে আসলে ওই পরিবারের বাকি সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে৷ তাঁর মতে, পুর নিগম এলাকায় এমন অনেকে রয়েছেন যাঁরা নমুনা পরীক্ষা করেননি, করোনা-র সংক্রমণ নিয়ে ঘোরাফেরা করছেন৷ মূলত তাঁদের চিহ্ণিত করার জন্যই ওই গণ-পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার সাফল্য দেখে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডেও একই উদ্যোগ নেওয়া হবে, বলেন তিনি৷