দৈনিক সংক্রমণ বেড়ে ২.৭৬-লক্ষাধিক, ভারতে কোভিডে মৃত্যু ২৮৭,১২২

নয়াদিল্লি, ২০ মে (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ০৭০ জন। সংক্রমণ বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে মৃত্যুর সংখ্যা, গত ৪ দিন পর ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ৪ হাজারের নীচে।  বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৮৭৪ জন রোগীর। একইসঙ্গে বুধবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৬৯ হাজার ০৭৭ জন। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দ্রুত চলছে টিকাকরণ, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৮,৭০,০৯,৭৯২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতে ফের কমেছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৯৬,৮৪১। ৯৬,৮৪১ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮-এ (১২.১৪ শতাংশ) পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২,৭৬,০৭০ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৫৭,৭২,৪০০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৭৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৭,১২২ জন (১.১১ শতাংশ)। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন।

দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬৯ হাজার ০৭৭ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,২৩,৫৫,৪৪০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮৬.৭৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৮ কোটি ৭০ লক্ষ ০৯ হাজার ৭৯২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১১,৬৬,০৯০ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *