নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সুভাষ নগরের সাধু টিলায় এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি চলাকালীন সময়েও গৃহবধূ নির্যাতন ও হত্যার ঘটনা কমেনি৷
এটি রীতিমতো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ রাজধানী আগরতলাাা শহর লাগোয়া সুভাষ নগর সাধুটিলা এলাকায় এক গৃহবধূকে মারধোর করে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে৷ঘটনার বিবরণে জানা যায় সুভাষ নগর এলাকার বাসিন্দা সাগর দাস এর সঙ্গে ভালোবেসে বিয়ে হয় টুম্পা দাস নামে ওই গৃহবধূর৷ গৃহবধূর মা অভিযোগ করেন তার মেয়েকে শনিবার বেধড়ক মারধর করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন৷
শুধু তাই নয়, গায়ে আগুন ধরিয়ে দেয়৷এর ফলে গুরুতর আহত হন ওই গৃহবধূ৷ জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসার পর সোমবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ৷ স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷