কদমতলায় প্রমিলা বাহিনী কর্তৃক দেশী মদ বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ এপ্রিল৷৷ প্রমিলা বাহিনী কর্তৃক দেশী মদ বিরোধী অভিযান৷ প্রমিলা বাহিনীর তৎপরতায় ও পুলিশি সহযোগীতায় সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সুবল চন্দের বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৩ লিটার দেশী মদ৷ অভিযুক্ত সুবল চন্দ পলাতক৷ গ্রামবাসীর তরফ থেকে বাড়ি মালিকের নামে থানায় লিখিত অভিযোগ৷ কদমতলা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ৷


ঘটনার বিবরণে প্রকাশ, কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রঞ্জন মহন্তকে প্রচন্ড মদমত্ত অবস্থায় আজ বিকেল বেলা সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের রাস্তার পাশে অর্ধমৃত অবস্থায় দেখতে পান পথচারী গ্রামের প্রমিলা বাহিনীরা৷ তারপর প্রমিলা বাহিনীরা খবর নিয়ে জানতে পারেন ঐ এলাকার সুবল চন্দ্রের বাড়ি থেকে প্রচন্ড মদ্যপান করে রঞ্জন মহন্ত বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে৷পরে এলাকার প্রমিলা বাহিনীরা জড় হয়ে প্রতিবাদ শুরু করেন৷ খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত ও কদমতলা থানায়৷ পঞ্চায়েতের তরফ থেকে ঘটনাস্থলে কেউ না আসলেও কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ কদমতলা থানার পুলিশ ও প্রমিলা বাহিনীর যৌথ উদ্যোগে সুবল চন্দের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ লিটার দেশী মদ উদ্ধার করা হয়৷ সাথে স্থানীয় জনগণ কদমতলা থানায় সুবল চন্দের নামে লিখিত অভিযোগ দায়ের করেন৷ ঘটনার আঁচ পেয়ে অভিযুক্ত দেশী মদ ব্যবসায়ী বাড়ি মালিক সুবল চন্দ পালিয়ে যায়৷


এদিকে কদমতলা থানার পুলিশ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে থাকা রঞ্জন মহন্তকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং উদ্ধারকৃত দেশী মদ কদমতলা থানায় নিয়ে আসে৷
অপরদিকে প্রমিলা বাহিনীদের অভিযোগ, সরসপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু বাড়িতে এভাবে দেশী মদ বিক্রি করা হয়৷যার জন্য উনাদের স্বামীরা সর্বস্বান্ত হয়ে পড়ছেন৷ ধবংসের পথে চলে যাচ্ছে যুবসমাজ৷ কিন্তু কদমতলা থানায় এ বিষয়ে পূর্বে জানালেও কদমতলা থানার পুলিশ বাবুরা অবৈধ দেশী মদ বিক্রেতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷ অবশেষে প্রমিলা বাহিনীদের চাপে পড়ে সরসপু এলাকায় মদ বিরোধী অভিযান নামতে বাধ্য হল কদমতলা থানার পুলিশ৷
এখন দেখার বিষয় আগামীদিনে ওই এলাকায় মদ বিরোধী অভিযানে কতটুকু তৎপর হয় কদমতলা থানার পুলিশ৷নাকি পূর্বের মত অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *