এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি রাজ্য কার্যলয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে বিজেপি শীর্ষস্থানীয় নেতারা গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷


আগরতলা বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি মানিক সাহা, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজিব ভট্টাচার্য, আসামের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন৷সাংগঠনিক বৈঠকে সদ্য সমাপ্ত ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়৷ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পর বিজেপির সাংগঠনিক বৈঠক নানা দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷ প্রসঙ্গত, গতকাল সিইএম সহ অন্য সাত সদস্য এডিসিতে শপথ গ্রহণ করেছেন৷ চেয়ারম্যান হয়েছেন জগদীশ দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *