ইসলামাবাদ, ২১ এপ্রিল (হি.স.): পাকিস্তানে আরও একটা খারাপ দিন, পাকিস্তানে একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ১৫০ ছুঁইছুঁই। পাকিস্তানের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সারাদিনে পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৪৯৯ জন, এই সময়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। ফলে পাকিস্তানে এযাবত্ করোনা কেড়ে নিয়েছে ১৬,৬০০ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭২ হাজার ৩৮১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৭২ হাজার ৩৮১ জন।
বুধবার সকালে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৪৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,৭২,৩৮১। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮৩,১৬২। এযাবত্ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৬,৭২,৬১৯ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ১১.৬৩ শতাংশ।
2021-04-21