নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ শান্তিরবাজার, ১৯ এপ্রিল৷৷ অল্পেতে রক্ষা পেল প্রায় পঞ্চাশজন যাত্রী৷ কপাল গুনে বেঁচে গেলো যাত্রীরা৷ সোমবার দুপুরে বিশালগড়স্থিত ইলেক্ট্রিক অফিস বাইপাস সংলগ্ণ এলাকায় একটি যাত্রীবাহী টিআর ০৭ ১২৪৯ নম্বরের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে গাছের সাথে এবং বন দপ্তরের লাগানো ফুলের বাগানের রেলিং এর সাথে৷
গাড়ির ঝাঁকুনিতে কমপক্ষে আহত হয় পাঁচজন৷ সাথে সাথে তাদের উদ্ধার করে৷ বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের৷আহতদের মধ্যে সবচেয়ে বেশি জখম হয় বাস কন্ট্রাক্টর মোঃ উমর ফারুক৷বাড়ি মেলাঘর এলাকায়৷ অপর আরেকজন যাত্রী হলেন আগরতলা প্রতাপগড় এলাকার প্রদীপ দেবনাথ৷ জানা গেছে বাস গাড়িটি আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি৷ তবে বাস চালকের অসাবধানতার কারনেই ঘটেছে দুর্ঘটনা৷ গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷
এদিকে, মেলা থেকে ঘরে ফেরারপথে বাইক দুর্ঘটনায় প্রান হারালো এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল রাত্র আনুমানিক ১২ ঘটিকায় শান্তির বাজার বি এস এন এল অফিস সংলগ্ণ এলাকায় বাইক দুর্ঘটনার স্বীকার হয় শান্তির বাজার মহকুমার ব্লক সংলগ্ণ এলাকার বাসিন্দা খোকন দাসের একমাত্র পুত্র সৌরভ দাস৷ শান্তির বাজার ঐতিয্যবাহী বুদ্ধমেলা থেকে থেকে ঘরে ফেরারপথে এই দুর্ঘটনা ঘটে বলে জানাযায়৷ দুর্ঘটনার পর সৌরভ দাসকে রাস্তারধারে পরে থাকতে দেখে কিছু সংখ্যক যুবকমিলে সৌরভ দাসকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে প্রেরন করে৷ পরবর্তী সময় সৌরভ দাসের উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে৷ সেখান থেকে পুনরায় সৌরভ দাসকে আগরতলা জীবি হাসপাতালে স্থানান্তরিত করে৷ জীবি হাসাপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ দাসকে মৃত বলে ঘোষনা করে৷
জানাযায় বি এস এন এল অফিস সংলগ্ণ এলাকায় রাস্তায় ডি ভাইডার থাকারফলে এই দুর্ঘটনা ঘটে৷ বাইক দ্রুত গতিতে আসার ফলে ডি ভাইডারের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানাযায়৷ শান্তির বাজার জাতীয় সড়ক থেকে মোটর স্টেন্ডে যাতায়তের সরু পথের মধ্যে এই ডিভাইডার থাকার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকেযায়৷ যায়মধ্যে গতকালরাতে সৌরভ দাসকে প্রান হারাতে হয়৷ রাস্তা প্রসস্ত না করেই ডি ভাইডার বসানোরফলে এই দুর্ঘটনা ঘটেবলে লোকগুঞ্জনে শুনাগেলো৷ আজ সৌরভ দাসের মৃতদেহ ময়না তদন্তের পর আগরতলা থেকে শান্তির বাজারে ওর বাস ভবনে নিয়ে আসাহয়৷ সৌরভ দাসের অকাল প্রয়ানে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে৷