নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ খোয়াইয়ের আমপুরায় চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মা আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মৃতদেহ ১০৩২৩ এর আন্দোলনকারী গণবস্থান স্থলে নিয়ে আসার দাবী করে ব্যর্থ হয়ে ক্ষোভে পথ অবরোধ করে৷ তাতে রবিবার প্যারাডাইস চৌমুহনী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে, খোয়াইয়ের আমপুরাতেও চাকুুরিচ্যুত শিক্ষকরা পথ অবরোধ করেছেন৷ এদিকে, রুমি দেববর্মার স্বামী দিনেশ দেববর্মা পরকিয়া সম্পর্ক ছিল৷ তাতে মানসিসক যন্ত্রণা থেকে আাত্মহত্যা করেছেন৷ রাতে জানা গিয়েছে, খোয়াই থানার পুলিশ স্বামী দিনেশ দেববর্মা সহ তিনজনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে একটি মামলা নিয়েছে৷
রুমি দেববর্মা নামে ওই শিক্ষিকা আত্মহত্যা করার পাশাপাশি তার দেড় বছরের সন্তানকে এসিড খাইয়ে হত্যা করার চেষ্টা করেন৷ বর্তমানে শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ রবিবার এই মর্মান্তিক ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ আগরতলা সিটি সেন্টারের সামনে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চ এ নিয়ে রীতিমতো তোলপাড় হয়৷ প্রয়াত শিক্ষিকার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে হস্তান্তর করার পর চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সহকর্মীর মৃতদেহ আন্দোলন মঞ্চের সামনে নিয়ে আসার চেষ্টা করেন শ্রদ্ধা জানানোর জন্য৷
কিন্তু মৃতদেহটি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চে নিয়ে আসতে দেয়নি প্রশাসন৷ সেখানে মৃতদেহটি আটকে রেখে পরিবারের লোকদেরকে মৃতদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়৷ প্রশাসনের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন মঞ্চ জয়েন্ট মোভমেন্ট কমিটি৷ রাজ্য সরকার ও প্রশাসনের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আগরতলা সিটি সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা পথ অবরোধ করে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন৷
বেশ কছুক্ষণ রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে পথ অবরোধ করে রাখা হয়৷ ফলে ওই সড়কপথে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি৷ তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন মঞ্চের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে রাজ্য সরকার ও প্রশাসন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে৷ সহকর্মীর শেষ যাত্রায় তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ সরকার ও প্রশাসনের এ ধরনের কাজকর্মকে ন্যক্কারজনক বলে আখ্যায়িত করা হয়েছে৷
এদিকে, খোয়াইয়ের রামপুরায় রুমি দেববর্মা নামে চাকুরিচ্যুত শিক্ষিকার আত্মহত্যা ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ রাস্তায় নেমে পড়েছে৷ শিক্ষিকার মৃত্যুর প্রতিবাদে রবিবার খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকার বেলফাঙ বাড়িতে পথ অবরোধ করা হয়৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় জনগণ পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ পথ অবরোধ আন্দোলনে সমিল হয়ে তারা রুমি দেববর্মা নামে ও শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেছেন৷ রাজ্য সরকারের অবহেলার কারণেই রুমি দেববর্মা নামে ওই শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে৷
রাজ্য সরকার যদি চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় চাকরিতে নিযুক্তি কিংবা বিকল্প কর্মসংস্থানের সঠিক পদক্ষেপ গ্রহণ করত তাহলে এভাবে অসময়ে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হতো না বলে তারা মনে করেন৷ রাজ্য সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এ ধরনের ঘটনা পরপর ঘটে চলেছে বলেও অভিযোগ৷ রাজ্য সরকারকে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ চাকরিচ্যুত শিক্ষিকা রুমি দেববর্মার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করার ফলে রবিবার যানবাহন চলাচল বিঘ্নিত হয়৷ তাতে যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান৷ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে তারা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷