নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের প্রতি এবার আরও তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, পুঁজিপতি বন্ধুদের জন্য অন্নদাতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদী সরকার। শুক্রবার টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ‘পুঁজিপতি বন্ধুদের জন্য অন্নদাতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদী সরকার। আন্দোলনের মাধ্যমে কৃষকরা নিজেদের কথা বলে দিয়েছেন। অন্নদাতাদের হয়ে সরব হওয়া এবং তাঁদের দাবি সমর্থন করা আমাদের সকলের কর্তব্য।
রাহুল টুইটারে আরও লেখেন, শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের কৃষক ভাই-বোনেরা যে আন্দোলন করছেন, গোটা দেশ থেকেই সেই আন্দোলনে সমর্থন মিলছে। দেশবাসীর কাছে রাহুলের আর্জি, আপনারা সকলে মিলে কৃষকদের কণ্ঠস্বরকে আরও জোরদার করুন, যাতে কৃষি-বিরোধী আইন শেষ হয়ে যায়।