পৃথক স্থানে দূর্ঘটনায় মহিলা কনস্টেবল সহ আহত চার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, তেলিয়ামুড়া, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ বুধবার দুপুরে আগরতলা সাবরুম জাতীয় সড়কে বিশ্রামগঞ্জ থানাদিন ছেচুড়ীমাই এলাকায় ইন্ডিগো গাড়ির ধাক্কায় আহত হয় দুজন৷ দুর্ঘটনা খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা বিশ্রমগঞ্জ হাসপাতালে নিয়ে আসে আহত দু’’জনকেই৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ একজনের নাম গৌরী দেবনাথ সুকটি চালক৷ তার কন্যা তমান্না দেবনাথ বাড়ি বিশালগড নেতাজি নগর এলাকায়৷


ঘটনার খবর যায় বিশ্রামগঞ্জ পুলিশের কাছে৷ পুলিশ দ্রুত গিয়ে সুকটি এবং ইন্ডোগো গাড়িটি কে থানায় নিয়ে আসেন৷ টিআর ০১বিএফ০৩৬৭ গাড়িটি বিশ্রামগঞ্জ থেকে আগরতলা যাওয়ার পথে ছেচুড়ীমাই রাস্তার পাশে সবজি কিনে হঠাৎ সুকটি কে না দেখতে পেয়ে ছেড়ে দেওয়ায় পেছন দিক থেকে আসা সুকটি নিয়ে গৌরী দেবনাথ এবং উনার মেয়ে তামান্না দেবনাথ আহত হয়৷ সুকটি নাম্বার টি আর ০৭এ৬৭৩৭৷ আহতদের উদ্ধার করে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে গৌরী দেবনাথের মাথায় এবং বা হাতে আঘাত লাগে৷ অন্যদিকে উনার মেয়ে তামান্না দেবনাথের ও পায়ে আঘাত লাগে৷ দুইজনকেই জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷ গাড়ি এবং সুকটি দুটিকেই বিশ্রামগঞ্জ থানা পুলিশ নিয়ে যায় ৷

ফের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১ যুবক৷ ঘটনা আজ মঙ্গলবার রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে৷ ঘটনার বিবরণে জানা যায়, আজ রাত আনুমানিক ১১ টা ৩০ নাগাদ বিপ্লব রুদ্র পাল নিজের মোটর সাইকেল নিয়ে যার নিজ বাড়ির উদ্দেশ্যে আসার সময় তুইসিন্দ্রাই বাজার এলাকায় আসতেই হঠাৎ অপরদিক থেকে আসা একটি ১০ চাকার লড়ির তীব্র প্রখর আলোয় বাইক আরোহী বিপ্লব রুদ্র পাল নিজ গতির নিয়ন্ত্রণ হাড়িয়ে তুইসিন্দ্রাই বাজার এলাকায় রাস্তার মোড়ে থাকা একটি বট গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কা মারে৷ সাথে সাথেই বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই বাইক আরোহী বিপ্লব৷ এই তীব্র বিকট শব্দে ছুটে আসে আশ-পাশের লোকজন এবং খবর দেয় তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস কর্মীদের৷ এই খবর পেয়েই তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা ওই বাইক আরোহীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এইদিকে বর্তমানে তাঁর মাথায় প্রচন্ড আঘাত লাগায় ও রক্তক্ষরন হওয়ার দরুন প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এইদিকে প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন মহলে একঝাঁক প্রশ্ণের উঁকি দিতে শুরু করেছে৷


এদিকে, ধলাই জেলার সালেমা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন সালেমা থানায় কর্মরত এক মহিলা পুলিশ কনস্টেবল৷ আহত মহিলা পুলিশ কনস্টেবলের নাম সুপ্রিয়া দেববর্মা৷ তার বাড়ি লাম্বু ছড়া এলাকায়৷ বাড়ি থেকে সুকটি নিয়ে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন৷ একটি অটো রিস্কা সুকটিকে ওভারটেক করতে গিয়ে সুকটিটিকে থাকা দেয়৷তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় মহিলা পুলিশ কনস্টেবল সুপ্রিয়া দেববর্মা৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত মহিলা পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ তার আঘাত গুরুতর বলে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অটোচালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সালেমা থানার পুলিশ জানিয়েছে৷ অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়৷

এদিকে গোমতী জেলার খিলপাড়ায়পথদুর্ঘট্ দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত এগারোটা নাগাদ একটি মারুতি গাড়ি দুই পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷স্থানীয় লোকজন দুর্ঘটনার পর দমকল বাহিনীকে খবর দেন৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷বর্তমানে একজন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷আহত অপর যুবককে গোমতী জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷দুর্ঘটনার পরপরই মারুতি গাড়িটি পালিয়ে গেছে বলে জানা গেছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত ভারতে গাড়িটি আটক করা যায়নি৷এদিকে কল্যাণপুরে পথ দুর্ঘটনায় ছয়জন গুরুতরভাবে আহত হয়েছেন৷দমকল বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷পরপর এসব পথ দুর্ঘটনালকে কেন্দ্র করে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে পথ চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *