এলেন বিজেপি প্রভারী সোনকর, এডিসি ভোটের রণকৌশল নিয়ে নেতৃত্বদের সাথে করছেন বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ বুধবার তিনদিনের রাজ্য সফরে এলেন বিজেপির রাজ্য প্রভারি সোনকর৷ সকালে আগরতলা বিমান বন্দরে অবতরণ করলে বিজেপির রাজ্য সহ-সভাপতি টিংকু রায় এবং সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্য প্রভারীকে সম্বর্ধনা জানান৷


আগরতলা বিমানবন্দরের অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য প্রভারী বলেন, সাংগঠনিক কাজেই তিনি রাজ্য সফরে এসেছেন৷ দায়িত্বভার গ্রহণের পর এটি তার দ্বিতীয়বার ত্রিপুরা সফর৷ সফর প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য প্রভারি জানান ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং আগরতলা পৌরনিগম এবং পুর সংস্থাগুলির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ রাজ্য সফরকালে আগরতলা ছাড়াও তিনি বিভিন্ন জেলা সফর করবেন বলে জানিয়েছেন৷

বিমানবন্দর থেকে তিনি চলে আসেন বিজেপির রাজ্য সদর কার্যালয়ে৷ বিজেপির রাজ্য সদর কার্যালয়ে তিনি দলীয় শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করেন৷ সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য প্রভারী সোনকর বলেন,সংগঠনকে শক্তিশালী করতে বিস্তার ঘটাতে তিনি লাগাতর ত্রিপুরায় আসবেন৷ রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই তাঁর অন্যতম দায়িত্ব ও লক্ষ্য বলে জানিয়েছেন তিনি৷পশ্চিমবঙ্গ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিজেপির ত্রিপুরা রাজ্য প্রভারী স্পষ্ট ভাষায় বলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছেই৷


পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোভাবেই ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ মমতা ব্যানার্জি মা মাটি মানুষ নিয়ে যে গর্ব করেন সে গর্ব হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন৷ পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ মমতা ব্যানার্জিকে যোগ্য জবাব দিতে প্রস্তুত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য মানুষজন ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এবং রাজ্যের পৌর সংস্থাগুলির নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্য প্রভারীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *