নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৫ জানুয়ারি৷৷ আসন্ন এডিসি নির্বাচনের দিনক্ষন ঘোষনার আগেই একের পর এক অপহরন, জঙ্গীদের চাঁদার নোটিশ এবং হুমকি ফোন ঘিরে গোটা গন্ডাছড়া মহকুমা এলাকায় নতুন করে আবারও আতঙ্ক দেখা দিয়েছে৷
জানাগেছে গত বেশ কয়েক দিন যাবৎ ধরে গন্ডাছড়া ষাট কার্ড এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিক্রম সাহার মোবাইল ফোনে মোটা অংঙ্কের টাকা চেয়ে একের পর ফোন আসছে৷ টাকা মিটিয়ে না দিলে এর পরিনাম মারাত্মক আকার ধারন করবে বলে ফোনে হুমকি দেয় জঙ্গি দলের সদস্যরা৷ যার পরিপ্রক্ষিতে গন্ডাছড়া থানার পুলিশ একটি মামলা দায়ের করে৷ যার কেইস নম্বর ১/২০২১. থানার সেকেন্ড অফিসার জানিয়েছেন পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে৷