ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.): আলিপে, উইচ্যাট পে-সহ ৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশে স্বাক্ষর করলেন আমেরিকার প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলিপে এবং উইচ্যাট পে ছাড়াও নিষিদ্ধ তালিকায় রয়েছে ক্যামস্ক্যানার, কিউকিউ ওয়ালেট, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভিমেট, ডব্লিউপিএস অফিসের মতো বহুল ব্যবহৃত অ্যাপ। আগামী ৪৫ দিনের মধ্যে ট্রাম্পের এই আদেশ কার্যকরী হবে আমেরিকায়। যদিও, ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প। জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে তাঁকে।
এই চিনা অ্যাপগুলির ব্যবহার আমেরিকায় নিষিদ্ধ করার নির্দেশে স্বাক্ষর করার পর ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলি মার্কিন মুলুকের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, মার্কিন জনগণের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে চিন!