নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। নামতে নামতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১.১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। ঠাণ্ডার পাশাপাশি ঘন কুয়াশায় দিল্লির জনজীবন কার্যত বিপর্যস্ত। শুধুমাত্র দিল্লি নয়, জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানে। শুক্রবার সকালে হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজস্থানের চুরুতে মাইনাস ০.২ ডিগ্রি সেলসিয়াস।
ভারতীয় আবহাওয়া দফতর (দিল্লি)-এর আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে ছিল ঘন কুয়াশা, সকাল ছ’টা নাগাদ দৃশ্যমানতা ছিল শূন্য। দিল্লির আইটিও এলাকায় এদিন সকালে দৃশ্যমানতার অভাবে ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালে হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজস্থানের চুরুতে মাইনাস ০.২ ডিগ্রি সেলসিয়াস। বছরের প্রথম দিন প্রবল ঠাণ্ডায় জবুথবু দিল্লি-সহ গোটা উত্তর ভারত।